কবি definitions

Bangla-Tangla Dictionary
কবি – poet
Samsad Bengali-English Dictionary
কবি [ kabi ] n a poet; a scholar; a philosopher; a kind of song-tournament, this song (cp. strophe and antistrophe), its composer or singer. ~ওয়ালা n. a composer of songs for a song-tournament; a singer of these songs; the leader of a party competing in a song-tournament. ~কল্পনা n. a visionary thing; fanciful imagination; a baseless and unreal conception; (rare) poetic imagination. ~কল্পিত a. visionary; fanciful; baseless and unreal; imagined or invented by a poet. ~গান n. a kind of song-tournament or duel; a song for this tournament. ~গুরু n. the first poet; the chief of poets. ~জনোচিত a. befitting a poet, poetical. কবির লড়াই a kind of song-tournament; a contest of poets. কবিতা n. a poem; a verse; a couplet; poetry. কবিত্ব n. poetical imagination or talent, poetry; poetic quality. কবিত্বপূর্ণ, কবিত্বময় a. full of poetry; full of poetic quality; endowed with a talent for composing poems. কবিত্ব শক্তি n. poetical talent or genius. ~প্রসিদ্ধি n. any imaginative description of nature originally made by a poet and afterwards repeated by other poets, a poetical convention. ~বর n. a great poet, a master poet. কবি সম্মেলন n. an assembly or conference of poets. কবীশ n. the chief among poets.
Samsad Bangla Abhidhan
কবি [ kabi ] বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ~ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ~কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ~কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ~গান বি. সভায় উপস্থিতমতো মুখে মুখে রচিত ও তৎক্ষণাৎ সুরারোপিত গানবিশেষ। ~প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ~বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা।

Processing time: 1.24 s