কলার definitions

Bangla-Tangla Dictionary
কলার – collar [English]

genitive of কলা:
কলা
1. the fine arts
2. banana

Samsad Bengali-English Dictionary
কলার [ kalāra ] n a collar. কলার তোলা v. to turn up one's collar. genitive of কলা: কলা1 [ kalā1 ] n the plantain, the banana; (coll.) nothing, a mare's nest (তুমি আমার কলা করবে) কলা করা v. (coll.) to be able to do nothing or to be able to do no harm. কলা খাওয়া v. (lit.) to eat a banana; (coll.) to fail in an attempt. ~গাছ n. a banana tree. কলা দেখানো v. (lit.) to show a plantain; to raise and show one's thumb defiantly or disdainfully; to deceive, to cheat, to befool, to hoodwink; to bite the thumb, to defy. কলাপোড়া খাওয়া v. (lit.) to eat a burnt banana; (coll.) to fail or be disappointed utterly. কলাবউ, কলাবৌ n. a young banana-plant dressed as a married lady and conceived as a female deity worshipped by Hindus; (loos.) wife of God Ganesha (গণেশ); (euph.) a woman with a long veil or an awkwardly bashful woman. কলার কাঁদি a cluster of plantains. কলার খোলা the curved bark of a banana-tree. কলার ছড়া a bunch of bananas, a row of plantains. কলার বাসনা the dried-up bark of a banana-tree. genitive of কলা: কলা2 [ kalā2 ] n one-sixteenth part of the moon, a lunar digit; (astro.) any of the minutest divisions of the zodiac, (of the circumference of a circle) a minute; a measure of time (=8 seconds); a very small point of time, a moment; a whit, a bit; (anat.) a tissue; an art; a fine art; the sixty-four varieties of fine arts taken collectively; efficiency in fine arts; skill, adroitness; tact. ~কার n. an artist; an artisan. ~কুশল a. versed in all the sixty-four varieties of fine arts; skilled in fine arts. ~কৌশল n. artistic skill; artifice. ~তন্ত্র n. (anat.) the tissue system. ~ধর, ~নিধি n. an appellation of Shiva (শিব); the moon. ~বৎ a. & n. one who is versed in the classical vocal music. fem. কলাবতী । ~বিদ্যা n. arts; fine arts. ~বিভাগ n. the department of arts (e. g. in a university). ~ভবন n. a building or room for the culture of arts and crafts; a picture gallery; an opera-house; a studio. ~ভৃৎ n. an appellation of Shiva (শিব); the moon; an artist; an artiste. ~স্থান n. histology.
Samsad Bangla Abhidhan
কলার [ kalāra ] বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ। [ইং. collar]। genitive of কলা: কলা1 [ kalā1 ] বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ~কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাৎ নৃত্যগীতাদিতে দক্ষ। ~ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ~নিধি বি. চন্দ্র। ~বৎ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ~বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ~বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ~ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্থান। ~ভৃৎ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। genitive of কলা: কলা2 [ kalā2 ] বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উৎপন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ~বউ, ~বধূ, ~বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। genitive of কলা: কলাবৎ [ kalābat ] দ্র কলা1 genitive of কলা: চারু [ cāru ] বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ~কলা কলা1 দ্র। বি. ~তা। ~শীলা বিণ. (স্ত্রী.) সৎস্বভাবা।

Processing time: 1.31 s