কানা definitions

Bangla-Tangla Dictionary
কানা – one eyed
Samsad Bengali-English Dictionary
কানা1 [ kānā1 ] n border, edge; brim, rim. কানায় কানায় adv. to the brim. কানায় কানায় ভরা full to the brim, brimful. ~ভাঙ্গা a. with broken brim. কানা2 [ kānā2 ] a blind of one eye, one-eyed; blind; having a hole, useless, valueless (কানাকড়ি). ~কড়ি n. (lit.) a cowrie (কড়ি) with a hole; a cowrie which is not convertible, a useless or valueless cowrie; (fig.) minimum wealth (কানাকড়িও সম্বল নেই). ~খোঁড়া n. (as pl.) the blind and the lame; (as sing.) a blind and lame per son. কানাখোঁড়ার একগুণ বাড়া (fig.) a worthless person is often full of troublesome vanity or mischief. ~গলি a blind alley, a cul-de-sac, an impasse. কানা গোরুর ভিন্ন পথ (lit.) a one-eyed cow often goes astray from the right way; (fig.) a fool or an ignorant person often strays away from the safe route. কানা ছেলের নাম পদ্মলোচন (fig.) a ridiculous affair such as adorning an ugly person gaudily, a cur put in fur. ~মাছি n. blindman's buff.
Samsad Bangla Abhidhan
কানা1 [ kānā1 ] বি. 1 কিনারা, প্রান্ত (পুকুরের কানা); 2 পাত্রাদির মুখের বেড় (কলসির কানা)। [সং. কর্ণ]। কানায় কানায় ক্রি. বিণ. কিনারা পর্যন্ত (পুকুরটা কানায় কানায় ভরে গেছে)। কানা2 [ kānā2 ] বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। ☐ বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ~কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ~মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্থায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাৎ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। কানামাছি [ kānāmāchi ] দ্র কানা2 কানী [ kānī ] দ্র কানা2

Processing time: 2.07 s