কামরা definitions

Bangla-Tangla Dictionary
কামরা – compartment (eg, train car), room
Samsad Bengali-English Dictionary
কামরা [ kāmarā ] n a compartment, a room, a chamber, a cubicle. plural definitive of কাম: কাম2 [ kāma2 ] n the god of love and lust (cp. Cupid, Eros); desire; passion; love; lust, eroticism; sex-urge. ~কলা n. the erotic science, the sexual science; the science of love. ~কেলি n. sexual intercourse; an amorous sport. ~গন্ধ n. trace of lust; trace of sex. ~চর a. one who can travel at will; self-willed. ~চার n. self-will. ☐ a. self-willed. ~চারী a. one who can travel at will; self-willed; wanton, lascivious, profligate; lustful. fem. ~চারিণী । ~জ a. born of lust, produced by lust, erotogenic, erotogenous. ~জ্বর n. a terrible fit of sex hunger. ~ a. granting or having the power of granting whatever one desires. ~দা a. fem. of কামদ ।n. a (mythological) wishing-cow. ~দুঘা same as কামধেনু । ~দূতী n. a female go-between in an amour or love affair; (dero.) procuress, a bawd. ~দেব, ~দেবতা n. the god of love and lust (cp. Cupid. Eros). ~ধেনু n. a (mythological) wishing-cow. ~পত্নী n. the wife of the god of love and lust. ~পীড়িত a. stricken with the desire for sexual intercourse; love-sick. fem. ~পীড়িতা । ~প্রদ same as কামদ । ~প্রবৃত্তি n. sexual desire or appetite, sex urge. ~বল্লভ n. the spring. ~বাই n. a maddening sex urge. ~বাণ n. any of the five arrows of the god of love and lust, any one of Cupid's arrows. কামবাণে জর্জরিত smitten with carnal desires. ~মোহিত a. overwhelmed with sexual desire. fem. কামমোহিতা । ~রূপ, ~রূপী a. capable of assuming shapes at will; extremely beautiful or good-looking. ~শর same as কামবাণ । ~শাস্ত্র n. the the erotic science, the sexual science; the science of love. ~সখ n. the Spring (personified). ~সূত্র same as কামশাস্ত্র ।
Samsad Bangla Abhidhan
কামরা [ kāmarā ] বি. কক্ষ, ঘর। [পো. camara]। plural definitive of কাম: কাম1 [ kāma1 ] বি. কাজ। [সং. কর্ম; তু. হি. কাম]। plural definitive of কাম: কাম2 [ kāma2 ] বি. কন্দর্পদেব, মদন, অনঙ্গ। [সং. √কম্ + ণিচ্ + অ]। plural definitive of কাম: কাম3 [ kāma3 ] বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ~কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ~কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ~কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ~ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ~গন্ধ বি. কামের আভাস বা লেশ। ~চর বি. স্বেচ্ছাচার। ☐ বিণ. সেচ্ছাচারী। ~চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ~চারিণী। ~ বিণ. কাম থেকে অর্থাৎ সম্ভোগবাসনার ফলে উৎপন্ন। ~জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ~ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। ☐ বি. শিব। ~দা বিণ. অভিষ্টদাত্রী। ☐ বি. কামধেনু। ~দেব বি. মদনদেব। ~ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ~পত্নী বি. রতিদেবী। ~প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ~বাই বি. কামোন্মত্ততা। ~বাণ, ~শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ~রূপ, ~রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ~শাস্ত্র, ~সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ~সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তাকামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। plural definitive of কাম: কামরূপ1 [ kāmarūpa1 ] দ্র কাম3

Processing time: 1.43 s