কালি definitions

Bangla-Tangla Dictionary
কালি – ink
Samsad Bengali-English Dictionary
কালি2 [ kāli2 ] n ink; darkness, gloom (মনের কালি); a dark spot, discoloration (চোখের কালি); ☐ a. stigma, disgrace (কুলের কালি); soot, smut (ঝুলকালি). চোখের কালি black eye, a black in the eye. জুতোর কালি shoe polish. প্রদীপের কালি lamp-black. কালির আঁচড় (fig.) minimum education or learning. পেটে কালির আঁচড়ও না থাকা not to have even the minimum education or learning, to be completely illiterate. কালি3 [ kāli3 ] n summation or addition; measurement (কাঠাকালি, বিঘাকালি); cubic measure, square measure, area measure. কালি করা, কালি কষা v. to find the square measure or cubic measure or area measure of.
Samsad Bangla Abhidhan
কাল4 [ kāla4 ] বি. ক্রি-বিণ, 1 আগামীকাল, পরদিন; 2 গতকাল, পূর্বদিন। [সং. কল্য]। ~কে বি. ক্রি-বিণ. (কথ্য) কাল (আজ নয়, কালকে যাব)। কালি বি. ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) কাল। ~কার, ~কের, কালি-কার বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের। কালি1 [ kāli1 ] বি. 1 সংকলন; একত্রীকরণ; 2 ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)। [সং. √ কল্]। কালি করা, কালি কষা ক্রি. বি. ক্ষেত্রফল বার করা। কালি2 [ kāli2 ] বি. 1 লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি); 2 অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না); 3 কলঙ্ক (কুলে কালি দেওয়া); 4 ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)। [সং. কালী]। ~ঝুলি বি. মসি ও ঝুল।

Processing time: 1.22 s