কুল definitions

Bangla-Tangla Dictionary
কুল – clan
Samsad Bengali-English Dictionary
কুল1 [ kula1 ] n the jujube. কুল2 [ kula2 ] n a religious sect amongst Hindus practising a very severe form of Tantric worship (কুলমার্গ). কুল3 [ kula3 ] n family; a clan; lineage, pedigree; good pedigree or lineage, a kulin (কুলীন) family (সে কুলের ছেলে); purity of blood; dignity of one's family, family prestige, aristocracy, high or noble birth (কুলগর্ব); descendants, line (তার কুল আজও টিকে আছে); one's own house or family or society (কুলত্যাগ); family religion or cult; residence (গুরুকুল); a race, a tribe (রক্ষঃকুল); a species or kind or class (নরকুল); a collection, a herd, a flock, a swarm (শিবাকুল). কুল করা v. to enter into a matrimonial alliance with a kulin (কুলীন) family. কুল মজানো v. (fig.) to bring disgrace upon one's family. কুল রাখি কি শ্যাম রাখি (fig.) on the horns of a dilemma. কুলে কালি দেওয়া (fig.) to bring disgrace upon one's (own) family, to tarnish the good name of one's (own) family. কুলের বার হওয়া same as কুলত্যাগ করা । একুল-ওকুল দুকুল খাওয়া বা হারানো (lit.—of a married woman) to lose shelter and support of both one's husband and parents; (fig.) to reject one alternative and lose the other; to be utterly ruined, to leave one's friends and be ill-treated by one's foes. ~কণ্টক n. one who is a disgrace to or a pest of one's family. ~কন্যা n. a girl born of a high (kulin) family. ~কর্ম same as কুলক্রিয়া । ~কলঙ্ক n. one who is a disgrace to his family. fem. কুলকলঙ্কিনী । ~কলঙ্কী a. masc. bringing disgrace on one's family. ~কামিনী n. a wife of a good family; a girl born of a good family; (loos.) a family woman (esp. one living in a zenana.) ~কুণ্ডলিনী same as কুণ্ডলিনী । ~ক্রিয়া, ~কার্য n. traditional customs and practices of a family or befitting a family; act of entering into a matrimonial alliance with a kulin (কুলীন) family. ~ক্ষয় n. destruction or decay of a family or line. ~ক্ষয়কর a. causing decay or destruction of a family or line. ~গত a. pertaining to a family. ~গরিমা, ~গর্ব n. dignity of a family, family prestige; pride of birth. ~গুরু n. a family preceptor; the hereditary religious guide of a family. ~গৌরব same as কুলগরিমা । ~ঘ্ন a. destroying a family, causing destruction of a family. ~চ্যুত a. expelled from one's family, interdicted, ostracized; one who has lost his family prestige or status. ~জ, ~জাত a. born of a good family; born of a kulin (কুলীন) family. ~জি n. a (descriptive) genealogy (often composed in verse). ~জিনামা n. a genealogical table. ~জ্ঞ a. acquainted with the genealogy of a family. ☐ n. a herald. ~জ্ঞতা n. knowledge of heraldic lore. ~টা n. a woman who has brought disgrace upon her family (usu. by leaving it for good); a woman of bad moral character. ☐ a. of or like such a woman. কুলটার স্বামী the husband of such a woman, (cp.) a cuckold. ~তিলক n. (one who is) the glory or pride of one's family. ☐ a. glorifying one's family. ~ত্যাগ n. (of women) leaving one's home for good for immoral purposes; (of men) abandoning one's family, giving up the customs and practices of one's family. কুলত্যাগ করা v. (of women) to leave one's home for good for immoral purposes or to elope with her paramour; (of men) to abandon one's family, to repudiate the customs and practices of one's family. ~ত্যাগী a. masc. one who has abandoned one's family or has repudiated the customs and practices of one's family. ~ত্যাগিনী a. fem. one who has left her home for good for immoral purposes or eloped with one's par amour. ~দূষক, ~দূষণ a. bringing dis grace upon one's family. ☐ n. (one who is) the disgrace to one's family. ~দেবতা n. the hereditary or tutelary or guardian deity of a family. ~ধর্ম n. the traditional customs and practices of a family. ~নারী same as কুলকামিনী । ~নাশন same as কুলঘ্ন । ~নাশা a. bringing disgrace upon one's family. ~নিন্দা n. family scandal. ~পঞ্জি, ~পঞ্জী same as কুলজি । ~পতি n. the headman or chief of a clan; a patriarch; an arch-sage. ~পাংশুলা n. an unchaste woman; a woman who is a disgrace to the family. ~পুরোহিত n. a family priest. ~প্রথা n. a family custom or practice. ~প্রদীপ n. (fig.) one who glorifies one's family. ~বতী, ~বধূ n. a virtuous wife; (loos.) a family woman (esp. one living in a zenana). ~বালা same as কুলকামিনী । ~ভঙ্গ n. loss of one's family prestige or status (esp. due to matrimonial alliance with a family of inferior prestige or status). ~ভূষণ, ~মণি n. one who glorifies one's family, the ornament of one's family. ~ভ্রষ্ট same as কুলচ্যুত । ~মজানে a. bringing disgrace upon a family. ~মর্যাদা n. the dignity of a family, family prestige; the heraldic sign or mark of a family. ~মান n. the dignity of a family, family prestige. ~লক্ষণ n. any of the nine good qualities of a kulin (কুলীন) namely; (1) observance of rites, (2) politeness, (3) education, (4) good or reputable social position, (5) pilgrimage, (6) constancy or firm devotion, (7) honou rable profession, (8) penance, and (9) benevolence or charity. ~লক্ষ্মী n. fem. the guardian goddess of a family; the guardian goddess of fortune of a family; a housewife who brings prosperity to a family. ~শীল n. lineage and character. ~শীলমান n. lineage, character and dignity. ~শ্রেষ্ঠ n. the best or most distinguished person in a family or line. ~সম্ভব a. born of a particular family; born of a good family. ~স্ত্রী same as কুলবধূ ।
Samsad Bangla Abhidhan
কুল1 [ kula1 ] বি. মূলত মাঘ-ফাল্গুন মাসের অম্ল স্বাদের গোলাকার ফলবিশেষ, বদবী। [< সং. কুরল]। কুল2 [ kula2 ] বি. তান্ত্রিক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. √কুল্ + অ]। ~মার্গ বি. 1 উক্ত তান্ত্রিকদের অবলম্বিত সাধনপ্রণালী ও জীবনযাত্রা; 2 সাধক তাঁর গুরুর নির্দিষ্ট যে আচারকে অবলম্বন করে মুক্তিকামী হন (তু. 'আচারঃ কুলমুচ্যতে')। কুলাচার বি. উক্ত সম্প্রদায়ের আচার। কুলাচার্য বি. উক্ত সম্প্রদায়ের গুরু। কুল3 [ kula3 ] বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ~কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ~, ~নারী বি. সৎকুলজাত কন্যা বা নারী; সতী নারী। ~কর্ম, ~ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ~কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ~কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ~কামিনী বি. (স্ত্রী.) সৎকুলের বধূ। ~ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ~ক্ষয় বি. বংশনাশ। ~গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ~গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ~গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ~ঘ্ন বিণ. বংশনাশক। ~ বিণ. সৎকুলজাত, কুলীন। ~জি, (বর্জি.) ~জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ~টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ~তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ~ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ~ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ~দূষক, ~দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। ~দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ~ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ~নারী বি. সৎ কুলের বধূ, কুলকামিনী। ~নাশন বিণ. কুলক্ষয়কারী। ~পঞ্জি, ~পঞ্জী বি. কুলজি। ~পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ~পুত্র বি. সৎকুলজাত পুরুষ। ~পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ~প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ~বতী, ~বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ~বালা বি. কুলকন্যা, কুলবধূ। ~ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ~ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ~ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ~মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ~মান বি. বংশের সম্মান। ~লক্ষণ বি. সৎ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ~লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্থ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ~শীল বি. বংশ ও চরিত্র। কুলটা [ kulaṭā ] দ্র কুল3 কুলাচার1 [ kulācāra1 ] দ্র কুল2

Processing time: 1.27 s