কুড়ানো definitions

Bangla-Tangla Dictionary
কুড়ানো – to forage, to glean, to pick up
Samsad Bengali-English Dictionary
কুড়ানো [ kuṛānō ] v to draw together (what is lying scattered), to gather, to collect; to glean; to pick up; to sweep (ঘর কুড়ানো). ☐ a. drawn together, gathered, collected; gleaned; picked up; swept. কুড়ানো শিশু, কুড়িয়ে পাওয়া শিশু a foundling.
Samsad Bangla Abhidhan
কুড়া2 [ kuṛā2 ] ক্রি. 1 ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা; 2 পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া); 3 ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো); 4 ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। [সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]। ~নো ক্রি. পূর্বোক্ত কুড়া2 অর্থে। ☐ বিণ. 1 পতিত বা পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত (কুড়ানো ছেলে); 2 ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন); 3 সংগৃহীত (কুড়ানো ফুল)। ☐ বি. 1 সংগ্রহ; 2 একত্রীকরণ; 3 সম্মার্জন, ঝাঁট। কুড়ানি, কুড়ুনি বিণ. বি. (স্ত্রী.) 1 যে কুড়ায় (পাতকুড়ানি); 2 যাকে কুড়িয়ে পাওয়া গেছে।

Processing time: 1.24 s