ক্ষয়ক্ষতি definitions

Bangla-Tangla Dictionary
ক্ষয়ক্ষতি – destruction and damage [derivation: ক্ষয় + ক্ষতি]
Samsad Bengali-English Dictionary
ক্ষয় [ kṣaẏa ] n destruction (শত্রুক্ষয়); defeat (অধর্মের ক্ষয়); waste, loss (অর্থক্ষয়); erosion (কুলক্ষয়); depreciation (মুদ্রা ক্ষয়); decay, waning (চন্দ্রের ক্ষয়); consumption, phthisis, tuberculosis (ক্ষয় রোগ). ক্ষয় করা v. to destroy; to defeat, to vanquish; to waste, to lose; to erode, to eat into or away; to depreciate; to decrease. ক্ষয় পাওয়া, ক্ষয় হওয়া v. to be destroyed; to be defeated or vanquished; to be wasted or lost; to be eroded, to be eaten into or away; to be depreciated; to decay; to decrease. ~কর, ~কারক, ~জনক a. destroying; defeating; causing waste or loss; erosive; depreciating; causing decay or decrease; consuming. ~কাশ n. consumption, phthisis, tuberculosis. ~ক্ষতি n. wear and tear. ~জাত পর্বত n. residual mountain. ~পক্ষ n. the fortnight of the waning moon. ~প্রাপ্ত a. destroyed; defeated; wasted, lost; eroded, eaten into or away; depreciated; decayed; decreased; dilapidated (ক্ষয়প্রাপ্ত অট্টালিকা); consumed. ~রোগ same as ~কাশ । ~রোগী n. a person suffering from phthisis, a consumptive or tubercular patient. ~শীল same as ক্ষয়ীষ্ণু । ~হীন a. undecaying, uneroding; that which does not erode or decay.
Samsad Bangla Abhidhan
ক্ষয় [ kṣaẏa ] বি. 1 ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); 2 পরাজয় (অধর্মের ক্ষয়); 3 অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); 4 হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); 5 ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ~কাশ বি. যক্ষ্মারোগ, টি.বি.। ~ক্ষতি বি. লোকসানাদি। ~প্রাপ্ত বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ~শীল বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া-খয়া -র বানানভেদ। ক্ষয়িত বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু বিণ. ক্ষয়শীল। বি. ~তাক্ষয়ী (-য়িন্) বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর।

Processing time: 1.23 s