খুঁটানো definitions

Bangla-Tangla Dictionary
খুঁটানো [verb] (PAP + দেখা = to examine in great detail)
Samsad Bengali-English Dictionary
খুঁটা2, খোঁটা [ khun̐ṭā2, khōn̐ṭā ] v to take a small amount or portion with the tips of one's fingers or beaks, to nibble; to pinch or nip (ঘামাচি খুঁটছে). ☐ a. taken slightly with the tips of one's fingers or beaks, nibbled; pinched or nipped. খুঁটানো, খোঁটানো v. to cause to pinch or nip; to cause to be pinched or nipped.
Samsad Bangla Abhidhan
খুঁটা2, খোঁটা2 [ khun̐ṭā2, khōn̐ṭā2 ] ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ~খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ~নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)।

Processing time: 1.2 s