গণ্ডগোল definitions

Bangla-Tangla Dictionary
গণ্ডগোল – uproar, trouble
Samsad Bangla Abhidhan
গণ্ডগোল [ gaṇḍagōla ] বি. 1 গোলমাল, হইচই (এত গণ্ডগোল কীসের?); 2 গোলযোগ, বিশৃঙ্খলা (হিসেবে গণ্ডগোল হয়ে গেছে)। [দেশি]। গোল2 [ gōla2 ] বি. 1 জোর শব্দ, চিৎকার, গোলমাল (ছেলেরা গোল করছে); 2 সরলতার অভাব, জটিলতা, প্যাঁচ (তার মনে বেশ গোল আছে); 3 সন্দেহ (মনের গোল মেটানো); 4 ফ্যাসাদ, ঝামেলা (ভারি গোল বেধেছে) -তু. গণ্ডগোল; 5 ভুল (না বুঝে গোল করে ফেলেছি)। [ফা. গোল্]। গোলে হরিবোল দেওয়া ক্রি. বি. গোলমাল বা ভিড়ের সুযোগে কাজে ফাঁকি দেওযা।

Processing time: 1.74 s