গ্রাস definitions

Bangla-Tangla Dictionary
গ্রাস – swallowing (+ করা = to swallow)
Samsad Bengali-English Dictionary
গ্রাস [ grāsa ] n a mouthful, a morsel; the inner cavity of an opened mouth, a gape; a handful (as at snatching); a grip, a hold, seizure; appropriation; act of swallowing or devouring or eating or drinking; feed; food; an eclipse. গ্রাস করা v. to swallow or devour; to eat or drink; to seize; to grip; to appropriate to oneself; to eclipse. গ্রাস হওয়া v. to be eclipsed. ~কারী a. & n. one who or that which swallows or devours or eats or drinks or seizes or appropriates or eclipses. ~নালি n. the gullet, the oesophagus. গ্রাসাচ্ছাদন n. food and clothing; subsistence; bare subsistence.
Samsad Bangla Abhidhan
গ্রাস [ grāsa ] বি. 1 ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়; 2 কবল (কালগ্রাস) ; 3 ভক্ষণ, গলাধঃকরণ, গেলা; 4 খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ; 5 গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ; 6 (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)। [সং. √গ্রস্ + অ]। ~কারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে। ~নালি, ~নালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্থলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet. গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র। গ্রাসিত বিণ. 1 কবলিত; 2 ভক্ষিত।

Processing time: 1.2 s