চমৎকার definitions

Bangla-Tangla Dictionary
চমৎকার – fantastic
Samsad Bengali-English Dictionary
চমৎকার [ camatkāra ] a amazingly beautiful or good; amazing. ☐ adv. well, nicely (চমৎকার বুঝতে পারা, চমৎকার বোঝানো). ☐ int. fine, excellent; marvellous. চমৎকারক, চমৎকারী a. amazing. fem. চমৎকারিণী । চমৎকারিতা, চমৎকারিত্ব n. marvellousness; excellence. চমৎকৃত a. amazed. চমৎকৃত করা v. to amaze, to strike with marvel. চমৎকৃত হওয়া v. to be amazed, to marvel (at).
Samsad Bangla Abhidhan
চমৎ-কার [ camat-kāra ] বিণ. 1 বিস্ময়কর; 2 আশাতীত সুন্দর বা ভালো, চমক লাগাবার মতো ভালো (চমৎকার দৃশ্য, চমৎকার মানুষ, চমৎকার খাবার)। ☐ বি. বিস্ময় (চমৎকারজনক দৃশ্য)। ☐ ক্রি-বিণ. অতি সুন্দরভাবে (চমৎকার খেলেছ, চমৎকার বুঝে গেছ)। [সং. চমৎ + √কৃ + অ]। ~ক, চমৎ-কারী (-রিন্) বিণ. বিস্ময়জনক। স্ত্রী. চমৎকারিণীচমৎ-কারিতা, চমৎ-কারিত্ব বি. 1 বিস্ময় উৎপাদনের শক্তি; 2 পরম উৎকর্ষ। চমৎ-কৃত বিণ. বিস্মিত; বিস্ময়বিমুগ্ধ, বিস্ময়ে অভিভূত।

Processing time: 1.27 s