চারা definitions

Bangla-Tangla Dictionary
চারা – seedling, sapling

plural definitive of চা:
চা – tea

Samsad Bengali-English Dictionary
চারা1 [ cārā1 ] n fragrant things thrown into a fishing area to allure fish; a fishing area into which fragrant things have been thrown to allure fish; a bait. চারা2 [ cārā2 ] n a remedy; a means of reparation or redress (এ দুর্গতির চারা নেই). চারা3 [ cārā3 ] n a young plant, a sapling; a young fish, a spawn. ☐ a. newly-grown, newly-born, young (চারাগাছ, চারামাছ). plural definitive of চা: চা [ cā ] n tea. চা খাওয়া, v. to take tea, to drink tea. চা-কর a. planting or producing tea. ☐ n. tea-planter. চা খাওয়ার সময় tea time. চা-দানি n. a tea-tray. চা-বাগান n. a tea-garden, a tea-plantation. চায়ের দোকান a tea-shop. চায়ের পাত্র tea-pot. চায়ের পেটি a tea-chest. চায়ের বাসনকোসন tea-service, tea-set.
Samsad Bangla Abhidhan
চারা1 [ cārā1 ] বি. পশু বা মাছের খাদ্য বা টোপ। [হি. চারা]। চারা2 [ cārā2 ] বি. উপায়, প্রতিকার, প্রতিষেধক (বেচারা, নাচার, এ বিপদে আর কোনো চারা নেই)। [ফা. চারাহ্]। চারা3 [ cārā3 ] বি. 1 কচি গাছ (আমের চারা); 2 মাছের বাচ্চা (চারাপোনা)। ☐ বিণ. নবজাত; নবোদ্ভিন্ন (চারাগাছ)। [দেশি]। চারা4, চারানো [ cārā4, cārānō ] ক্রি. ছড়িয়ে পড়া, ব্যাপক হওয়া, সকলের উপর বা সর্বত্র ছড়িয়ে পড়া ('বেত চারাইয়া না পড়িলে': শরৎ)। [সং. চার (=প্রচার, প্রসার)]। plural definitive of চা: চা [ cā ] বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উৎপন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধ ও জনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উৎপাদক; চা-বাগানের মালিক। plural definitive of চা: চা-কর [ cā-kara ] দ্র চা

Processing time: 2.5 s