চিৎকার definitions

Bangla-Tangla Dictionary
চিৎকার – scream (+ করা)
Samsad Bengali-English Dictionary
চিৎকার [ citkāra ] n a shout; a scream; a yell. চিৎকার করা v. to shout; to scream; to yell. genitive of চিৎ: চিৎ [ cit ] n (esp. in phil. & theol.) inherent or spiritual cognition or perception.
Samsad Bangla Abhidhan
চিৎ-কার [ cit-kāra ] বি. 1 চেঁচানি, উচ্চ কণ্ঠস্বর (এটা হাসপাতাল এখানে চিৎকার কোরো না); 2 গোলমাল, হইচই (এখানে এক চিৎকার হচ্ছে কেন?)। [সং. চিৎ + √কৃ + অ]। চিৎ-কৃত বিণ. চিৎকার করে বলা হয়েছে এমন (চিৎকৃত ঘোষণা); সরবে ঘোষিত। genitive of চিৎ: চিত2 [ cita2 ] দ্র চিৎ2 genitive of চিৎ: চিৎ1 [ cit1 ] বি. চিত্ত, জ্ঞান, চৈতন্য (চিত্শক্তি)। [সং. √চিৎ + ক্বিপ্]। genitive of চিৎ: চিৎ2, চিত [ cit2, cita ] বিণ. 1 ঊর্ধ্বমুখে শয়ান (চিৎ হওয়া); 2 ওইভাবে শায়িত (চিত করে রাখো); 3 (আল.) পরাজিত ('তোমার শত্রুরা রণক্ষেত্রে চিৎ': ব. চ.)। [দেশি-তু. হি. চিত]। ~পটাং, ~পাত বিণ. সম্পূর্ণ চিত হয়ে পড়ে গেছে এমন। [তি. চিত্রপটাঙ্গ]। genitive of চিৎ: চিতা4 [ citā4 ] ক্রি. চিত হওয়া বা করা (মাছটা চিতিয়ে রয়েছে) 2 ফোলানো (বুক চিতিয়ো না)। [চিৎ2 দ্র]। ~নো ক্রি. চিতা, চিত হওয়া বা করা (বুক চিতানো)।

Processing time: 1.43 s