চোকা definitions

Bangla-Tangla Dictionary
চোকা – to be resolved
Samsad Bengali-English Dictionary
চুকা2, চোকা [ cukā2, cōkā ] v to be finished, to end, to terminate (কাজ চোকা); to be decided or settled (মামলা চুকেছে); to be solved (সমস্যা চুকে যাবে); to be repaid (দেনা চোকা).
Samsad Bangla Abhidhan
চুকা2, চোকা [ cukā2, cōkā ] ক্রি. 1 শেষ বা সম্পন্ন হওয়া (এতক্ষণে কাজ চুকল); 2 থেমে যাওয়া (হাঙ্গামা চুকেছে); 3 দূর হওয়া, বিদায় হওয়া (আপদ চুকেছে); 4 (বিরল) গ্রাহ্য বা ভয় করা (আমি কাউকে চুকি না); 5 পিছে হটা, দমে যাওয়া (সে এত সহজে চুকবে না)। [হি. √চুক্ + বাং. আ]। ~নো ক্রি. শেষ বা সমাপ্ত করা; মিটানো (কাজ চুকিয়ে দাও); পরিশোধ করা (দাম চুকিয়ে দিয়ো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চোকা, চোকানো [ cōkā, cōkānō ] যথাক্রমে চুকা ও চুকানো -র চলিত রূপ।

Processing time: 1.37 s