চৌকো definitions

Bangla-Tangla Dictionary
চৌকো – rectangular
Samsad Bengali-English Dictionary
চৌকো [ caukō ] a rectangular, rectilineal; square. ☐ n. a playing-card with four pips.
Samsad Bangla Abhidhan
চৌ [ cau ] বিণ. চার। [সং.চতুর্]। ~কাঠ, ~কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ~কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ~কোনা চৌকো -র অনুরূপ। ~খণ্ড, ~খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ~খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ~খুপি বি. চৌকো খোপ, চেক। ☐ বিণ. চার খোপওয়ালা। ~গুণ ~গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ~গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। ☐ বিণ. এইরকম দাড়িওয়ালা। ~ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ~ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ~চাকা, ~চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ~চাপটে, ~চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ~চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ~চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ~ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ~তলা, ~তালা বিণ. চার তলাবিশিষ্ট। ☐ বি. চতুর্থ তল। ~তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ~তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ~ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশৎ]। ~দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ~দিশে, ~দিশা চৌদিক -এর অনুরূপ। ~দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ~দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ~পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। ☐ বিণ. চার চরণবিশিষ্ট। ~পর বি. চার প্রহরকাল। ☐ ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ~পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ~পায়া বি. চৌকি। ~মাথা, ~মোহনা, ~রাস্তা বি. চারপথের মিলনস্থল। ~রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ~রি বিণ. চারখানি চালযুক্ত। ☐ বি. চারটি চালযুক্ত ঘর। ~ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা।

Processing time: 1.99 s