ছোলা definitions

Bangla-Tangla Dictionary
ছোলা
1. to peel
2. chick pea, gram
Samsad Bengali-English Dictionary
ছুলা, ছোলা [ chulā, chōlā ] v to peel (নারকেল ছোলা); to scrape (জিভ ছোলা). ☐ n. act of peeling or scraping; something to scrape with (জিভ ছুলছে). ছোলানো v. to cause to peel or scrape. ছোলা1 [ chōlā1 ] n vetch, gram, chick-pea.
Samsad Bangla Abhidhan
ছুলা, ছোলা [ chulā, chōlā ] ক্রি. 1 ছাল বা খোসা ছাড়ানো (নারকেল ছুলছে, বাঁশ ছোলা); 2 চাঁচা, পরিষ্কার করা (জিভ ছোলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছোল্ল]। ~নো ক্রি. অন্যের দ্বারা খোসা বা ছাল ছাড়ানো; চাঁচানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ছোলা1 [ chōlā1 ] বি. চণক, চানা, বুট। [সং. চণক > হি. চনা]। ছোলা2, ছোলানো [ chōlā2, chōlānō ] যথাক্রমে ছুলা ও ছুলানো -র চলিত রূপ।

Processing time: 1.2 s