ডুব definitions

Bangla-Tangla Dictionary
ডুব – dip, plunge

shadhu 2nd person ordinary present simple tense of ডোবা:
ডোবা – to sink, a small pool/pit of water

shadhu 2nd person ordinary present imperative tense of ডোবা:
ডোবা – to sink, a small pool/pit of water

Samsad Bengali-English Dictionary
ডুব [ ḍuba ] n a plunge into water, liquid, air etc.; a dive, a dip; immersion; ablution. ডুব দেওয়া, ডুব মারা v. to dive, to dip, to plunge; to sink; to go in hiding (চোরটা ডুব দিয়েছে). ডুব পাড়া v. to dive or dip repeatedly. ডুবন n. act of diving or dip ping; immersion; ablution; submersion; act of sinking. ~জল n. a mass of water as will drown a person standing erect on his feet. ~ন্ত a. one who or that which is sinking or setting; drowning, sinking. ~রি var. of ডুবুরি
Samsad Bangla Abhidhan
ডুব [ ḍuba ] বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব < প্রাকৃ. √ বুড্ড]। ~জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ~স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ~রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ~সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু ডুবরি ও ডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। ডোবা2, ডোবানো [ ḍōbā2, ḍōbānō ] যথাক্রমে ডুবা ও ডুবানো -র চলিত রূপ (জলে ডোবা)। [ডুব দ্র]। হাবু-ডুবু [ hābu-ḍubu ] বি. অসহায়ভাবে বারবার জলে ডুবে যাওয়া ও ভেসে ওঠা (হাবুডুবু খাওয়া)। ☐ বিণ. নিমজ্জিতপ্রায়, হতাশ্বাস (দেনায় বা কাজের চাপে হাবুডুবু অবস্থা)। [তু. হাঁপ, ডুব]।

Processing time: 1.31 s