ঢেউ definitions

Bangla-Tangla Dictionary
ঢেউ – wave
Samsad Bengali-English Dictionary
ঢেউ [ ḍhēu ] n a wave; a billow, a surge; a ripple; ঢেউ ওঠা v. to rise in waves or surges or ripples; to wave, to surge, to ripple; ঢেউ কাটানো v. to dodge waves. ঢেউ খেলা v. to move in waves or ripples, to wave, to ripple. ঢেউ তোলা v. to cause to rise in waves or surges or ripples, to surge, to ripple; to swell up in waves or surges or ripples, to surge up. ঢেউ-খেলানো, ঢেউ-তোলা a. wavy; undulating; corrugated.
Samsad Bangla Abhidhan
ঢেউ [ ḍhēu ] বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্থা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ~. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা।

Processing time: 1.31 s