তাল definitions

Bangla-Tangla Dictionary
তাল
1. pressure (+ সামলানো = to withstand pressure)
2. rhythm (+ মেলানো = to bring into synchrony)
Samsad Bengali-English Dictionary
তাল2 [ tāla2 ] n a push or impact, pressure, weight, unexpected difficulty or danger (তাল সামলানো). তাল সামলানো v. to bear the weight or stand the impact of; to keep up one's composure or evenness of mind under trying circumstances. তাল3 [ tāla3 ] n a span or its measure (সপ্ততাল = measuring seven spans). তাল4 [ tāla4 ] n an imaginary goblin (তালবেতাল). তাল5 [ tāla5 ] n a large lump or ball or clod. তাল করা v. to collect into a lump, to heap up, to amass. তালগোল পাকানো, তাল পাকানো v. to form into a confused (round) ball or lump; to make or be made a mess of, to bungle or be bungled. ~গোল n. a confused round ball or lump; confusion. ~তাল a. lumps of; a large amount of. তাল6 [ tāla6 ] n the fanpalm or palmyra; its fruit; the juice or any preparation made of the juice of the palmyra-fruit (তাল খাওয়া, তাল দিয়ে ভাত মাখা). তাল পড়ছে v. palmyra-fruits are falling (from the tree); (facet.) heavy fisticuffs are being rained (upon). ~ক্ষীর n. a sweetmeat prepared of the juice of the palmyra fruit. ~চোঁচ, ~বাতাসি n. the palm-swift bird. ~নবমী n. the ninth day of the waxing moon of the month of Bhadra (ভাদ্র). ~পাখা n. a fan made of a palmyra-leaf. ~পাতা n. palmyra-leaf (this was formerly used in place of pa per to write upon). তালপাতার সেপাই (facet.) a cowardly and sickly or thin built man who introduces himself as a soldier. ~পুকুর n. a pond surrounded on all sides by fanpalm trees. ~বৃন্ত n. a stalk with leaves of a palmyra-tree; a fan made of this. ~শাঁস n. the edible kernel of the stone of a palmyra-fruit. তাল7 [ tāla7 ] n musical time or measure (গানের তাল); beating or keeping of musical time chiefly by clapping one's hands (তাল দেওয়া); act or an instance of slap ping one's arms or palms at the time of attacking (তাল ঠোকা). তাল কাটা v. to fail to maintain musical time or measure (সে বাজনায় বড় তাল কেটে ফেলে); to have a breach of musical time or measure (গানে তাল কেটেছে). ~কানা a. lacking in proper sense of musical time or measure; blind to the right way or method. ~জ্ঞান n. sense of time or measure in music; sense of proportion; common sense. তাল ঠোকা v. (fig.) to give a call to fight (to see who is better), to throw out challenge. তাল দেওয়া v. (mus.) to beat time; (fig.) to instigate. তাল রাখা v. to maintain musical time. তাল রেখে চলা v. to keep pace with; to humour, to flatter; to keep in with a person's tastes and temperament. ~মান n. musical measure and pitch. ~মাফিক adv. at the right moment; in tune with circumstances. ঢিমা তাল see ঢিমা ।
Samsad Bangla Abhidhan
তাল1 [ tāla1 ] বি. বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)। [সং. √ তল্ + অ]। তাল করা ক্রি. বি. জ়ড়ো বা স্তূপ করা। তাল-গোল পাকানো ক্রি. বি. 1 পিণ্ডাকারে পরিণত করা; 2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া। তাল পাকানো ক্রি. তালগোল পাকানো র অনুরূপ। তাল তাল বিণ. প্রচুর, রাশি রাশি। তাল2 [ tāla2 ] বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ~কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ~ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। তাল3 [ tāla3 ] বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ~ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ~চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ~নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ~পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ~বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ~শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। তাল4 [ tāla4 ] বি. পিশাচযোনিবিশেষ। [সং. √ তল্ + অ]। তাল-বেতাল বি. তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন। তাল5 [ tāla5 ] বি. 1 টাল, ধাক্কা, ধকল (তাল সামলানো); 2 বায়না, ঝোঁক (ছেলেটা রড্ড তাল করে, তাল তুলেছে)। [তু. টাল]। তাল6 [ tāla6 ] বি. এক বিঘতপরিমাণ মাপ, দৈর্ঘ্যের এককবিশেষ (সপ্ততাল জলের নীচে)। [সং. √ তল্ + অ]। তালকানা [ tālakānā ] দ্র তাল2 তালগোল [ tālagōla ] দ্র তাল1 তালচোঁচ, তালনবমী, তালপুকুর, তালবৃন্ত [ tālacōn̐ca, tālanabamī, tālapukura, tālabṛnta ] দ্র তাল3

Processing time: 1.43 s