দীক্ষিত definitions

Bangla-Tangla Dictionary
দীক্ষিত
1. Dikshit [surname] [http://en.wikipedia.org/wiki/Sheila_Dikshit]
2. inducted
Samsad Bengali-English Dictionary
দীক্ষিত [ dīkṣita ] a initiated; converted (মুসলমানধর্মে দীক্ষিত); baptized (খ্রিস্টধর্মে দীক্ষিত); indoctrinated (বদমাশিতে দীক্ষিত). দীক্ষিত করা v. to initiate; to convert; to baptize; to indoctrinate.
Samsad Bangla Abhidhan
দীক্ষা [ dīkṣā ] বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোৎসর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা ('অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু': রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন। [সং. √ দীক্ষ্ + অ + আ]। ~গুরু বি. যিনি দীক্ষা দেন। দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।

Processing time: 1.22 s