দের definitions

Bangla-Tangla Dictionary
দের – plural genitive or objective marker
Samsad Bengali-English Dictionary
genitive of দে: দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt. genitive of দ: 1 [ da1 ] n the eighteenth consonant of the Bengali alphabet. genitive of দ: -দ3 [ -da3 ] sfx indicating: one who or that which gives (সুখদ, জলদ). genitive of দ: -দা3 [ -dā3 ] fem of -দ3
Samsad Bangla Abhidhan
-দের [ -dēra ] সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)। genitive of দে: দে2 [ dē2 ] বি. (প্রা. কাব্যে) শরীর, দেহ ('গৌর, নহিত তবে কি হইত, কেমনে ধরিতু দে': বা. ঘো.)। [সং.দেহ]। genitive of দে: দে3 [ dē3 ] অনু-ক্রি. (তুচ্ছার্থে আদরে বা কনিষ্ঠকে) দাও, প্রদান করো ('আমায় দে মা তবিলদারি': রা. প্র.)। [বাং. √ দি]। genitive of দ: 1 [ da1 ] বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ। genitive of দ: 2 [ da2 ] বি. দহ, জলাভূমি, গর্ত ('পেটে পড়ল দ': দ্বি.রা)। [দহ দ্র]। দয়ে মজানো ক্রি. বি. 1 নদীগর্ভের গর্তে ডুবানো; 2 (আল.) বিপদে ফেলা, সর্বনাশ করা। genitive of দ: -দ3 [ -da3 ] বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)। genitive of দ: দহ [ daha ] বি. 1 নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; 2 ঘূর্ণিজল; 3 হ্রদ (কালীদহ); 4 গভীর গর্ত; 5 (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ > হদ > (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র 2]।

Processing time: 1.23 s