দোল definitions

Bangla-Tangla Dictionary
দোল – swinging (+ খাওয়া = to swing)

2nd person ordinary present simple tense of দোলা:
দোলা [verb] to sway, [noun] swing

Samsad Bengali-English Dictionary
দোল [ dōla ] n a swing, a dangling movement; oscillation; the Hindu festival of Krishna's (কৃষ্ণ) swinging in a rocking cradle, when dyed powder is sprinkled at one another, the Holi (হোলি) festival. দোল খাওয়া v. to swing, to dangle, to oscillate. দোল খাওয়ানো, দোল দেওয়া v. to give a push so as to cause to swing; to cause to swing; to dangle, to oscillate. দোল-দুর্গোৎসব n. the principal festivals of Hindus such as the swinging feast of Krishna (কৃষ্ণ) and the worship of Durga (দুর্গা). দোলন n. act of swinging or dangling, oscillation; a swing. দোলনকাল n. the period of oscillation. দোলনতল n. the plane of oscillation. ~মঞ্চ n. the altar on which the rocking cradle of Krishna (কৃষ্ণ) and his lady love Radha (রাধা) is set up. ~যাত্রা n. the feast of Krishna's (কৃষ্ণ) swing, when dyed powder is sprinkled at one another. 2nd person ordinary present simple tense of দোলা: দোলা1 [ dōlā1 ] v to swing, to rock, to oscillate, to dangle.
Samsad Bangla Abhidhan
দোল [ dōla ] বি. 1 দোলন, দোলা, ঝুলন, আন্দোলন (দোল দেওয়া); 2 ফাল্গুনি পূর্ণিমার শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব, দোলযাত্রা, হোলি। [সং. √ দুল্ + ণিচ্ + অ]। ~দুর্গোৎসব বি. 1 দোল এবং দুর্গাপূজা; 2 (গৌণার্থে) নানাবিধ উৎসব (তোমাদের তো দোলদুর্গোৎসব লেগেই আছে)। ~মঞ্চ বি. যে বেদির উপর দোলযাত্রা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের দোলা ঝুলানো হয়। ~যাত্রা বি. শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব। 2nd person ordinary present simple tense of দোলা: দুলা, দোলা [ dulā, dōlā ] ক্রি. 1 দোল খাওয়া (দোলনায় দুলছে); 2 আন্দোলিত হওয়া ('দোদুল দুলিছে': রবীন্দ্র); 3 ঝোলা। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ দুল্ + বাং. + আ]। ~নো ক্রি. দোল দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। 2nd person ordinary present simple tense of দোলা: দোলা2 [ dōlā2 ] ক্রি. দুলানো, দোল দেওয়া, আন্দোলিত করা (গাছের ডালটাকে দোলাচ্ছে)। ☐ বি. দোল, আন্দোলন (আমার মনকে দোলা দিয়েছে)। [প্রাকৃ. √ দোল + বাং. আ]। ~নো ক্রি. দোল দেওয়া, দুলানো। ☐ বি. উক্ত অর্থে।

Processing time: 1.2 s