ধার্য definitions

Bangla-Tangla Dictionary
ধার্য – (+ করা = to impose, eg, taxes)
Samsad Bengali-English Dictionary
ধার্য [ dhārya ] a (ori. but obs.) worth holding or bearing or putting on; (pop.) fixed, settled; (of taxes etc.) imposed. কর ধার্য করা to impose a tax. দিন ধার্য করা to fix a date. ~মাণ a. that which is being fixed or settled or imposed.
Samsad Bangla Abhidhan
ধার্য [ dhārya ] বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্থিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ~মাণ বিণ. ধরা বা স্থির করা হচ্ছে এমন।

Processing time: 1.21 s