নাক definitions

Bangla-Tangla Dictionary
নাক – nose (+ ডাকা = to snore)

3rd person ordinary present imperative tense of নাওয়া:
নাওয়া – to bathe [archaic]

Samsad Bengali-English Dictionary
নাক [ nāka ] n the nose, the olfactory organ; the sense of smell; the power to distinguish smell, smelling power (তোমার নাক তো খুব). নাক উঁচানো v. (fig.) to turn up one's nose (at), to show disdain (at). নাকঝাড়া v. to blow one's nose. নাক টেপা v. to press one's nose; (ridi.). to say one's prayers silently. নাক ডাকা v. to snore. নাক ফোঁড়া, নাক বেঁধানো v. to perforate the septum of one's nose. ~বরাবর adv. straight, straightaway, in the direction of one's nose. নাক বাঁকানো same as নাক উঁচানো । নাক মলা v. to pull or twist one's own nose as a mark of regret for a mistake or fault. নাক সিঁটকানো same as নাক উঁচানো । নাকে খত see খত । নাকে-মুখে গোঁজা v. to eat very hurriedly; to gulp down. নাকের ছেঁদা a nostril. নাকের জলে চোখের জলে হওয়া (fig.) to be embarrassed, to be in deep waters or quagmire. নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা (fig.) to do a greater harm to one self in an attempt to put somebody into trouble. 3rd person ordinary present imperative tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water.
Samsad Bangla Abhidhan
নাক1 [ nāka1 ] বি. স্বর্গ; 2 আকাশ।[সং. ন + অক (দুঃখ)]। নাক2 [ nāka2 ] বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণ ও শ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) > প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ~কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ~. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ~. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। নাকছাবি [ nākachābi ] দ্র নাক2 নাকে কান্না [ nākē kānnā ] দ্র নাক2 3rd person ordinary present imperative tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

Processing time: 2.49 s