নিকট definitions

Bangla-Tangla Dictionary
নিকট – near, close
Samsad Bengali-English Dictionary
নিকট [ nikaṭa ] a imminent, approaching (নিকট মৃত্যু); close (নিকট আত্মীয়); intimate, bosom (নিকট বল্ধু). ☐ prep. (rare in mod. Beng.) proximate to; near, about (বাড়ির নিকট); to, towards, by (আমার নিকট এসো); from (পিতার নিকট শুনেছি); in possession or in the custody of (তাহার নিকট টাকা আছে). ~বর্তী, ~স্থ a. nearby, neighbouring, proximate, near, close (to); imminent, approaching (মৃত্যু নিকটবর্তী); close (নিকটবর্তী স্থান). fem. নিকটবর্তিনী, নিকটাবস্থা । নিকটবর্তী হওয়া v. to draw near, to approach, to close upon. নিকটবর্তিতা n. nearness, proximity; state of being imminent; closeness. নিকটে adv. drawing near, approaching, closing upon (মৃত্যু নিকটে). ☐ prep. same as নিকট (prep.).
Samsad Bangla Abhidhan
নিকট [ nikaṭa ] বিণ. 1 সমীপে বা কাছে উপস্থিত, নিকটবর্তী (নিকট মৃত্যু, নিকট বিপদ); 2 ঘনিষ্ঠ (নিকট আত্মীয়, নিকট সম্পর্ক)। ☐ বি. 1 সামীপ্য, নৈকট্য, কাছ (রামের নিকট আছে); 2 সমীপবর্তী স্থান (বাড়ির নিকটে)। [সং. নি + √ কট্ + অ]। ~বর্তী (-র্তিন্), ~স্থ বিণ. 1 নিকটে আছে এমন, সন্নিহিত, সমীপর্তী (নিকটবর্তী গৃহ); 2 আসন্ন। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী, ~স্থানিকটাত্মীয় বি. ঘনিষ্ঠ আত্মীয়, খুব কাছের জ্ঞাতি।

Processing time: 1.22 s