নির্ধারণ definitions

Bangla-Tangla Dictionary
নির্ধারণ – ascertainment, determination
Samsad Bengali-English Dictionary
নির্ধারণ [ nirdhāraṇa ] n ascertainment; discernment; determination; fixation; decision; assessment. নির্ধারণ করা v. to ascertain; to discern; to determine; to fix, to appoint; to decide; to assess. নির্ধারক a. & n. one who or that which ascertains or discerns or determines or fixes or decides or assesses. নির্ধারিত a. ascertained; discerned; determined; fixed, appointed; decided; assessed.
Samsad Bangla Abhidhan
নির্ধারণ [ nirdhāraṇa ] বি. 1 নির্ণয় (কর্তব্যনির্ধারণ); 2 নিরূপণ, স্থিরীকরণ (মাননির্ধারণ, মূল্যনির্ধারণ); 3 সিদ্ধান্ত (সত্যনির্ধারণ); 4 নির্দেশ; 5 (ব্যাক.) জাতি গুণ ও ক্রিয়ার দ্বারা বহুর মধ্যে একের পার্থক্য করা (তু. নির্ধারণে ষষ্ঠী)। [সং. নির্ + √ ধারি + অন]। নির্ধারণ করা ক্রি. বি. নির্ণয় করা। নির্ধারিত বিণ. নির্ধারণ করা অর্থাৎ নির্ণয় বা নিরূপণ বা স্থির করা হয়েছে এমন (নির্ধারিত কর্মসূচি অনুসারে কাজ করা, নির্ধারিত দিনের অনুষ্ঠান)।

Processing time: 1.24 s