পূজা definitions

Bangla-Tangla Dictionary
পূজা – puja [chaste]
Samsad Bengali-English Dictionary
পূজা [ pūjā ] n worship; adoration; devotion; reverence; cordial reception; glorification. ☐ v. poet. form of পূজা করা । পূজা করা v. to worship; to adore; to revere; to accord cordial reception to, towel come; to glorify. পূজা দেওয়া v. to offer worship (to a deity); to offer presents in homage. পূজা পাওয়া v. to be worshipped or adored or revered or received cordially or welcomed. ~পার্বণ n. religious and social festivals; festive occasions. পূজাবকাশ n. vacation during a holy season, the puja (পূজা) holidays or vacation. পূজারি a. employed in worshipping; acting as a professional priest. ☐ n. a worshipper; a devotee; a votary; a priest. fem. পূজারিনি (rej.) পূজারিণী । পূজার্থ same as পূজ্য । পুজাহ্নিক n. the daily religious service.
Samsad Bangla Abhidhan
পূজা [ pūjā ] বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ☐ ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা ('পূজিনু শিবেরে আমি': কৃত্তি); 2 শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। ~পার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উৎসব। ~ব-কাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরৎকালীন ছুটি। ~রি বিণ. বি. পূজাকারী, উপাসক। ☐ বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। ~রিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। ~র্থ বিণ. পূজার যোগ্য, পূজা। ~হ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত। পূজারি, পূজারিনি, পুজার্থ, পূজিত [ pūjāri, pūjārini, pujārha, pūjita ] দ্র পূজা

Processing time: 1.27 s