প্রতিষ্ঠিত definitions

Bangla-Tangla Dictionary
প্রতিষ্ঠিত – established
Samsad Bangla Abhidhan
প্রতিষ্ঠা [ pratiṣṭhā ] বি. 1 সংস্থাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উৎসর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্থান, যাতে স্থিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্থা + অ + আ]। ~তা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. ~ত্রী। ~ বি. 1 সংস্থাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্থা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্থান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। ~বান (-বৎ) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিৎসাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)। প্রতিষ্ঠিত [ pratiṣṭhita ] দ্র প্রতিষ্ঠা

Processing time: 1.17 s