প্রত্যয় definitions

Bangla-Tangla Dictionary
প্রত্যয় – confidence
Samsad Bengali-English Dictionary
প্রত্যয় [ pratyaẏa ] n trust; belief; confidence; conviction; firm impression or notion; (gr.) an inflection. প্রত্যয় করা v. to believe, to trust, to have confidence (in). ~জনক, ~যোগ্য a. trustworthy, believable, worthy of belief, credible; convincing. প্রত্যয়িত a. trusty. প্রত্যয়ী a. believing; trusting; confident.
Samsad Bangla Abhidhan
প্রত্যয় [ pratyaẏa ] বি. 1 বিশ্বাস ('এই প্রত্যয়ের থেকে গভীর অগ্নির জন্ম হয়': জী. দা.; দৃঢ় প্রত্যয়); স্থির ধারণা; 2 (ব্যাক.) শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে যে শব্দাংশ বিশেষ অর্থের নির্দেশ করে (তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয়)। [সং. প্রতি + √ ই + অ]। ~ বি. প্রতিপন্নকরণ, প্রতিষ্ঠা করা, (প্রমাণ হিসাবে) দাঁড় করানো। প্রত্যয়িত বিণ. যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত, attested. প্রত্যয়িত নকল attested copy. প্রত্যয়ী (-য়িন্) বিণ. বিশ্বাসকারী, বিশ্বাসী।

Processing time: 1.79 s