পড়াশোনা definitions

Bangla-Tangla Dictionary
পড়াশোনা – study (+ করা = to study)
Samsad Bengali-English Dictionary
পড়া2 [ paṛā2 ] v to read, to go through, to peruse; to study; to recite (মন্ত্র পড়া, হলফ পড়া). ☐ n. reading, perusal; study; recital, recitation; an instalment of lesson, lesson, exercise. ☐ a. that which has been read, perused; studied; recited. পড়া করা v. to learn or prepare one's lessons. পড়া ধরা, পড়া নেওয়া v. to test whether one can say one's lessons. পড়া দেওয়া, পড়া বলা v. to say one's lessons. (কারও) কাছে পড়া v. to read, to take lessons from. পড়ে শোনানো v. to read to. বিদ্যালয়ে পড়তে যাওয়া to go to school. ~নো v. to teach; to cause to read or study or recite; to instruct, prepare by (repeated) instruction, to tutor, to rehearse, to prime (সাক্ষি পড়ান). পড়ার ঘর n. a study; a reading room. পড়ার নেশা n. a great liking for or attachment to reading; love of reading. ~শোনা n. study; academic education, schooling. পড়াশোনা করা v. to study; to have one's schooling; to learn one's lessons. পড়াশোনায় মন থাকা to take care of one's lessons or studies, to be mindful of one's lessons or studies.
Samsad Bangla Abhidhan
পড়া2 [ paṛā2 ] বি. 1 অধ্যয়ন, পঠন (এত বছরেও পড়া শেষ হল না?); 2 আবৃত্তি, নির্ধারিত পাঠ (জোরে জোরে পড়া তৈরি করো)। ☐ ক্রি. 1 পাঠ করা, অধ্যয়ন করা (বই পড়ছি, সে স্কুলে পড়ে); 2 আবৃত্তি করা (মন্ত্র পড়ছে)। ☐ বিণ. 1 পঠিত (এ তো পড়া বই); 2 যে পড়েছে (কলেজে-পড়া মেয়ে)। [প্রাকৃ. পঢ় > বাং. পড় + আ]। পড়া করা ক্রি. বি. নির্ধারিত পাঠ অভ্যাস করা বা শেখা। পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা। ~নো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~শুনা, ~শোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা।

Processing time: 1.22 s