বন্যা definitions

Bangla-Tangla Dictionary
বন্যা
1. Banya, Bonna [surname]
2. flood
Samsad Bengali-English Dictionary
বন্যা1 [ banyā1 ] fem of বন্য । বন্যা2 [ banyā2 ] n a flood; an inundation; a deluge. বন্যার জল floodwater. ~পীড়িত a. flood stricken. ~প্লাবিত a. flooded. ~বিধ্বস্ত a. devastated by the flood; flood-stricken.
Samsad Bangla Abhidhan
বন্য [ banya ] বিণ. 1 বুনো, বনজাত (বন্য বৃক্ষ); 2 বনচর, বনবাসী (বন্য প্রাণী, বন্য জাতি); 3 বনবাসীর উপযুক্ত বা যোগ্য; অসামাজিক, জনসমাজের অনুপযুক্ত (বন্য স্বভাব); 4 বনসম্বন্ধীয় (বন্য জীবন)। [সং. বন + য]। বি. ~তা। স্ত্রী. বন্যা বন্যা1 [ banyā1 ] বি. 1 জলপ্লাবন, বান (বন্যাপ্লাবিত, বিধ্বংসী বন্যা); 2 বন্যার মতো প্রবল স্রোত (চোখের জলের বন্যা); [সং. বন (=জল) + য + আ]। ~প্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন (বন্যাপ্লাবিত গ্রাম)। ~বিধ্বস্ত বিণ. বন্যায় বিপর্যস্ত বা ধ্বংস হয়েছে এমন। ~র্ত বিণ. বন্যায় ক্ষতিগ্রস্ত; বন্যায় বিপদ্গ্রস্ত।

Processing time: 1.23 s