বরাবর definitions

Bangla-Tangla Dictionary
বরাবর [adverb] all along, always, every time, [postposition] to
Samsad Bengali-English Dictionary
বরাবর [ barābara ] adv always or each time (বরাবর ভুল করা) ; all through, all along (বরাবর জঙ্গলের ভিতর দিয়ে) ; straightway (বরাবর উত্তরে যাও) . ☐ prep. to, towards, near, along (নদী বরাবর) . ☐ a. equivalent or similar to ('সুধা বিষে বরাবর'). বরাবরেষু prep. to, addressed to (used in Bengali letterwriting).
Samsad Bangla Abhidhan
বরাবর [ barābara ] ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)।☐ বিণ. তুল্য ('সুধা বিষে বরাবর': ভা. চ.)। [হি. < ফা. বরাবর]। বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)।

Processing time: 1.25 s