বলবৎ definitions

Bangla-Tangla Dictionary
বলবৎ [adjective] in force
Samsad Bengali-English Dictionary
বল2 [ bala2 ] n power, might; force; strength; ability; energy; an armed force; a man or piece in chess; support or help; a supporter or helper. ~কর, ~কারক a. strengthening, invigorating, (med.) tonic. ~ক্ষয় n. loss or decay of strength; loss or decrease of soldiers or men (of an army etc.). (in chess) loss of pieces. ~ক্ষয়কর a. weakening; causing loss of strength; causing loss of soldiers or men; (in chess) loss of pieces or men. ~গর্ব same as বলদর্প । ~গর্বিত same as বলদৃপ্ত । ~তুল্যাঙ্ক n. (phys.) a mechanical equivalent (of heat.) ~ত্রিভুজ n. a triangle of forces. ~দর্প n. pride of strength or power. ~দায়ক a. strengthening; invigorating; energizing. ~দৃপ্ত a. proud of strength or power, conceited with strength or power. ~পূর্বক adv. by force; by violence. ~প্রদ same as বলকর । বল প্রদান করা v. to strengthen or invigorate. ~প্রয়োগ n. exercise or application or use of force or violence. বলপ্রয়োগ করা v. to apply force; to force. ~প্রয়োগে adv. by force; by violence. ~বৎ a. operative, in force, intact. বলবৎ করা v. to put (a law etc.) into force. ~বতী fem. of ~বান । ~বত্তর a. stronger; more forceful. ~বত্তা n. powerfulness; (rare) force fulness; possession of strength. ~বন্ত same as বলবান । ~বর্ধক a. invigorating. ~বর্ধন n. increase of strength or power; invigoration; acceleration of force. ☐ a. causing increase of strength or power; invigorating, (med.) tonic; accelerating the force of. বলবর্ধন করা v. to increase strength or power; to invigorate, (med.) to tone up; to accelerate the force of. ~বান a. strong; powerful robust, sturdy. ~বিদ্যা n. mechanics. ~বিন্যাস n. arraying of troops; arraying of pieces in chess. ~ভরসা n. strength and support; support and prop. ~শালিতা same as বলবত্তা । ~শালী same as বলবান । fem. ~শালিনী । ~শূন্য same as ~হীন । ~শ্রেণি n. (phys.) system of forces. ~সামান্তরিক n. (mech.) a parrallelogram of forces. ~সাম্য, বলস্থিতি n. (phys.) equilibrium of forces. ~হীন a. devoid of strength, weak; powerless, infirm; impotent. fem. ~হীনা ।
Samsad Bangla Abhidhan
বল3 [ bala3 ] বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ~কর, ~কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ~গর্বিত, ~দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ~ বিণ. বলকারক। ~পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ~প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ~বৎ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবৎ আছে)। ~বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ~বন্ত বিণ. 1 বলবান; 2 বলবৎ। [সং. বল + বাং. বন্ত]। ~বান (-বৎ) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ~বতী। ~বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ~বর্ধন বি. শক্তির বৃদ্ধি। ☐ বিণ. শক্তিবৃদ্ধিকারী। ~বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ~বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্থাপন; ব্যূহরচনা। ~ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ~শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ~শালিনী। বি. ~শালিতা। ~হীন বিণ. দুর্বল। বি. ~হীনতা বলপূর্বক, বলবৎ, বলবতী, বলবত্তা, বলবন্ত, বলবান, বলবর্ধক, বলবর্ধন, বলবিদ্যা, বলবিন্যাস [ balapūrbaka, balabat, balabatī, balabattā, balabanta, balabāna, balabardhaka, balabardhana, balabidyā, balabinyāsa ] দ্র বল3

Processing time: 1.28 s