বাঘ definitions

Bangla-Tangla Dictionary
বাঘ – tiger
Samsad Bengali-English Dictionary
বাঘ [ bāgha ] n the tiger; (loos.) the panther, the leopard. fem. বাঘিনি the tigress. বাঘে গোরুতে এক ঘাটে জল খাওয়া (fig.) a very powerful administration under which even traditional antagonists behave as friends. বাঘের ঘরে ঘোগের বাসা (lit.) a tiger-wolf taking-up its abode in a tiger's lair; (fig.) a weakling settling in the lair of its deadly enemy. বাঘের বাচ্ছা a tiger's cub. বাঘের মাসি the cat. ~ছড়ি, ~ছাল n. the skin of a tiger. ~নখ n. a tiger's nail; an ornamental pendant for the neck; an aromatic substance; (hist.) a nail-like weapon worn by Shivaji as handgloves. ~বল্দি n. an indoor game akin to fox and geese. বাঘা n. (dero.) the tiger, a tigerling (গোবাঘা); (affec.) a traditional name of a dog. ☐ a. very large (বাঘা মাছ); very powerful (বাঘা শাসন); very efficient (বাঘা কেরানি, বাঘা খেলোয়াড়); extremely sour (বাঘা তেঁতুল); commanding submission from others, very imposing (বাঘা লোক). বাঘাম্বর n. a piece of tiger's skin worn as loincloth.
Samsad Bangla Abhidhan
বাঘ [ bāgha ] বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ~ছড়া, ~ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ~নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ~বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্থান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল।

Processing time: 1.39 s