বাণিজ্যিক definitions

Bangla-Tangla Dictionary
বাণিজ্যিক – commercial
Samsad Bengali-English Dictionary
বাণিজ্য [ bāṇijya ] a trade, commerce, traffic. বাণিজ্য করা v. to trade, to traffic. বাণিজ্য কর n. a commercial tax. ~কেন্দ্র n. a trade cen tre. ~তরি n. a merchant ship, a merchantman. ~পোত same as বাণিজ্যতরি । ~মন্ত্রক n. the Ministry of Commerce. ~মন্ত্রী n. a Minister of Commerce. বাণিজ্য সামগ্রী n. merchandise; ware, commodity; stock-in trade, requisites for a trade. বাণিজ্যিক a. commercial.
Samsad Bangla Abhidhan
বাণিজ্য [ bāṇijya ] বি. ব্যাবসা, পণ্যদ্রব্যাদি কেনা-বেচার বা আমদানি-রপ্তানির কাজ। [সং. বণিজ্ + য]। ~তরি বি. (কেবল) পণ্যদ্রব্যাদি পরিবহণে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি। ~দূত বি. কোনো রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আগত সরকারি দূত। বাণিজ্যিক বিণ. বাণিজ্যবিষয়ক; বাণিজ্যের (বাণিজ্যিক স্বার্থ)।

Processing time: 1.21 s