বাতাস definitions

Bangla-Tangla Dictionary
বাতাস – air, wind (+ করা = to fan)
Samsad Bengali-English Dictionary
বাতাস [ bātāsa ] n air; wind; a gust of wind; fanning; (usu. dero.) influence or touch (নাস্তিকের বাতাস). বাতাস করা v. to fan. বাতাস খাওয়া v. to enjoy fanning; to cool oneself with fanning; to take the air. বাতাস দেওয়া v. to fan; (fig.) to kindle or encourage (ঝগড়ায় বাতাস দেওয়া). বাতাস পাওয়া v. to get air; (of boats etc.) to get favourable wind; (usu. dero.) to be influenced by. বাতাস লাগা v. to get air or (of boats etc.) wind; (usu. dero.) to be influenced by; to be possessed by an evil spirit. বাতাসে ওড়া v. to fly in air; (fig.) to move light-heartedly or airily. বাতাসে ভর করে চলা v. (fig.) to move as swiftly as the wind; (fig.) to move very lightly; (fig.) to move light-heartedly.
Samsad Bangla Abhidhan
বাতাস [ bātāsa ] বি. 1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস); 2 ব্যজন (বাতাস করা); 3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা); 4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)। [সং. বাত-তু. হি. বতাস্]। বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা।

Processing time: 1.21 s