বালা definitions

Bangla-Tangla Dictionary
বালা
1. bracelet
2. girl
Samsad Bengali-English Dictionary
বালা1 [ bālā1 ] n. fem a female child; a girl; a young woman; a daughter. বালা2 [ bālā2 ] n a bangle for the wrist.
Samsad Bangla Abhidhan
বাল [ bāla ] বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ~কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ~ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ~খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ~গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ~চর্যা বি. শিশুপালন। ~চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ~বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল < সং. বাল + বাচ্চা]। ~বিধবা বি. বালিকা অবস্থায় বিধবা হয়েছে এমন রমণী। ~বৈধব্য বি. বালিকাবস্থায় বৈধব্যদশা। ~ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ~ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ~শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ~সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ~সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। বালা1 [ bālā1 ] বি. 1 বালিকা (মূল অর্থ, ষোলো বৎসরের অনূর্ধ্বা); 2 তরুণী, যুবতী ('বলি ও আমার গোলাপবালা': রবীন্দ্র); 3 কন্যা। [সং. বাল + আ]। বালা2 [ bālā2 ] বি. বলয়, কবজিতে পরার গহনাবিশেষ। [সং. বলয়]।

Processing time: 1.23 s