বালি definitions

Bangla-Tangla Dictionary
বালি – sand
Samsad Bengali-English Dictionary
বালি [ bāli ] n sand; gravel; grit. বালি ধরানো v. (in building construction) to plaster. ~পূর্ণ, ~ময় a. sandy; full of sand. বালির বাঁধ (fig.) an ineffectual action or measure (বালির বাঁধ দিয়ে দুঃখ ঠেকানো); (fig.) a transitory object, a deceptive foundation ('বড়র পীরিতি বালির বাঁধ'). বালির প্রাসাদ (fig.) a house of cards; a very transitory or deceptive foundation.
Samsad Bangla Abhidhan
বালি1, (বর্জি.) বালী [ bāli1, (barji.) bālī ] বি. (ব্রজ.) বালিকা, অল্পবয়স্কা রমণী ('বালী বিলাসিনী': বিদ্যা.)। [সং. বালিকা]। বালি2 [ bāli2 ] বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্থায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ~ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ।

Processing time: 1.25 s