বৃহত্তর definitions

Bangla-Tangla Dictionary
বৃহত্তর – larger [derivation: বৃহৎ + তর]
Samsad Bengali-English Dictionary
বৃহত্তর [ bṛhattara ] compar of বৃহৎ ।
Samsad Bangla Abhidhan
বৃহৎ [ bṛhat ] বিণ. 1 প্রকাণ্ড, বড়ো (বৃহৎ অট্টালিকা); 2 মহৎ, উদার (বৃহৎ হৃদয়); 3 সমারোহপূর্ণ (বৃহৎ ব্যাপার, বৃহৎ আয়োজন)। [সং. √ বৃহ্ + অৎ]। বৃহতী বিণ. (স্ত্রী.) প্রকাণ্ড; মহতী। ☐ বি. ছোটো বেগুনবিশেষ। বৃহত্ত্ব বি. প্রকাণ্ডতা, বিশালতা। বৃহত্তর বিণ. 1 অপেক্ষাকৃত বৃহৎ, আরও বৃহৎ (বৃহত্তর আন্দোলন); 2 বিস্তৃততর (বৃহত্তর ভারত)। বৃহত্তম বিণ. সবচেয়ে বৃহৎ (বৃহত্তম দেশ, বৃহত্তম সমুদ্র)।

Processing time: 1.26 s