ভোটার definitions

Bangla-Tangla Dictionary
ভোটার – voter [English]
Samsad Bengali-English Dictionary
ভোট2 [ bhōṭa2 ] n vote; franchise; election. ভোট দেওয়া v. to cast votes; to vote. ভোট নেওয়া v. to take votes; to put to vote. ভোটে দাঁড় করানো v. to nominate for election. ভোটে দাঁড়ানো v. to stand for or face election; to be elected. ভোটে দেওয়া v. to put to vote. ভোটে দেওয়ার জন্য বলা v. to call for a division. ~ক্ষেত্র n. a constituency. ~গণনা n. counting of votes. ~গ্রহণ n. polling. ~পত্র n. a ballot-pa per. ~স্থান n. a polling booth, a polling station. ভোটার, ~দাতা n. a voter.
Samsad Bangla Abhidhan
ভোট2 [ bhōṭa2 ] বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ~কেন্দ্র বি. ভোট দেবার স্থান। ~প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তৎসংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।

Processing time: 1.23 s