মাদক definitions

Bangla-Tangla Dictionary
মাদক – drugs
Samsad Bengali-English Dictionary
মাদক [ mādaka ] a intoxicating, inebriant (মাদক দ্রব্য). ☐ n. an intoxicant, an inebriant, a drug. মাদক গ্রহন বা সেবন করা v. to take drug esp. narcotics habitually, to drug; to drug oneself. ~তা n. intoxicating property or power. ~বর্জন n. abstention from drug-taking; prohibition. মাদকবর্জন করা v. to abstain from drug-taking. ~সেবন n. drug-addiction. ~সেবী a. addicted to drugs esp. narcotics. ☐ n. a drug-addict, a drug-fiend.
Samsad Bangla Abhidhan
মাদক [ mādaka ] বিণ, মত্ততাদায়ক, মত্ততাসৃষ্টিকারী মাদক দ্রব্য। বি. মত্ততাদায়ক দ্রব্য, নেশার বশ্তু মাদক সেবন [সং √ মদ + ণিচ্ + অক]। ~তা বি মত্ততা বা নেশা জন্মানোর শক্তি (ঐশ্বর্ষের মাদকতা ক্ষমতার মাদকতা)। ~সেবন বি. মাদকদ্রব্য পান বা ভোজন ~সেবী বিন্ বিণ নেশাখোর। মাদকাশক্তি বি. মাদকের প্রতি প্রবল অনুরাগ।

Processing time: 1.32 s