মাপা definitions

Bangla-Tangla Dictionary
মাপা – to measure
Samsad Bengali-English Dictionary
মাপা [ māpā ] v to measure; to weigh; to survey (জমি মাপা); to measure the depth of, to sound; (fig.) to try to assess the importance or weight of. ☐ a. measured; weighed; surveyed; sounded; re strained, controlled, restricted (মাপা কথা, মাপা খাওয়া). ~জোখা, ~জোকা a. conforming accurately to a particular measure, measured; restrained, con trolled, restricted. ☐ n. measuring or surveying. মাপানো v. to cause to measure or weigh or survey or sound.
Samsad Bangla Abhidhan
মাপা [ māpā ] ক্রি. বি. পরিমাপ করা (ওজন মাপা)। ☐ বিণ. উক্ত অর্থে (তাড়াহুড়ো করে মাপা মাছ)। [সং. মা + ণিচ্ + বাং. আ]। ~জোখা, ~জোকা বিণ. 1 নির্দিষ্টভাবে মাপা হয়েছে এমন; 2 একান্ত পরিমিত। ☐ বি. মাপন। নো ক্রি. বি. 1 অপরের দ্বারা পরিমাপ করানো; 2 প্রাপ্যরূপে নির্দিষ্ট করা (বিধাতা তোমার ভাগ্যে এই দুঃখ মাপিয়েছেন)। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.26 s