মুদ্রা definitions

Bangla-Tangla Dictionary
মুদ্রা – coin, money
Samsad Bengali-English Dictionary
মুদ্রা [ mudrā ] n a coin; a rupee; money, wealth; a seal, a signet, a stamp; any one of the peculiar signs made with fingers during prayer; any pose or gesture of dancing; a (ludicrous) mannerism (মুদ্রাদোষ). ~কর n. a printer. মুদ্রাকর-প্রমাদ n. a printing mistake. ~কার a. nummular. ~ক্ষর n. a printing type. ~ঙ্কন n. stamping or impressing or sealing. ~ঙ্কিত a. stamped, impressed, sealed. মুদ্রাঙ্কিত করা v. to stamp, to impress, to seal. ~দোষ n. a (ludicrous) mannerism. ~বিজ্ঞান n. numismatics. ~বিজ্ঞানী n. a numismatist. ~মান n. (econ.) money standard. ~মূল্য n. value of a coin or currency. ~মূল্যহ্রাস n. depreciation or devaluation of a coin or currency. ~যন্ত্র n. a printing machine. ~লিপি n. a lithograph. মুদ্রাশঙ্খ n. lith arge. ~স্ফীতি n. (econ.) inflation of money currency, inflation.
Samsad Bangla Abhidhan
মুদ্রা [ mudrā ] বি. 1 ধাতুর চাকতির টাকা পয়সা ইত্যাদি; 2 ধন, অর্থ (মুদ্রাস্ফীতি); 3 সিলমোহর (মুদ্রাঙ্কিত); 4 ছাপ; 5 উপাসনার সময় বিবিধ ভঙ্গিতে করাঙ্গুলিবিন্যাস (অভয়মুদ্রা, বরমুদ্রা); 6 নাচের অঙ্গভঙ্গি; 7 অঙ্গভঙ্গি (মুদ্রাদোষ)। 8 তান্ত্রিকের সাধনার পঞ্চ 'ম'-কার-এর একটি; 9 মদের চাট; 1 (জ্যোতিষ.) করতলে বা পদতলে মোহরসদৃশ চিহ্ন।[সং. √ মৃদু + র + আ]। ~কর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে। ~ক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type. ~ঙ্কন বি. 1 ছাপ দেওয়া; 2 ছাপানো; 3 সিলমোহর করা। ~ঙ্কিত বিণ. মুদ্রাঙ্কন করা হয়েছে এমন। ~দোষ বি. ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস। ~বিজ্ঞান বি. (প্রধানত প্রাচীন যুগের) মোহর টাকা ইত্যাদি সম্বন্ধীয় বিদ্যা বা জ্ঞান, numismatics. ~মান বি. আন্তর্জাতিক বাজারে দেশের মুদ্রার দর। ~যন্ত্র বি. ছাপানোর তুলনায় মুদ্রার অর্থাৎ টাকার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি, inflation.

Processing time: 1.58 s