মেঘ definitions

Bangla-Tangla Dictionary
মেঘ – cloud
Samsad Bengali-English Dictionary
মেঘ [ mēgha ] n cloud. মেঘ করা v. to cloud; to look cloudy; to become somewhat cloudy. মেঘ কেটেছে v. clouds have dispersed or lifted. মেঘ জমা v. to cloud. মেঘ হওয়া v. to cloud. অলক-মেঘ n. the cirrus. অলকাস্তর-মেঘ n. the cirro-stratus. আস্তর মেঘ n. the stratus. ঝঞ্ঝামেঘ , (coll.) ঝড়োমেঘ n. the nimbus. পুঞ্জমেঘ n. the cumulus. পুঞ্জালক-মেঘ n. the cirro-cumulus. ভাঙামেঘ scattered clouds. রাঙা মেঘ, সিঁদুরে মেঘ a cirmson-coloured cloud which presages a storm. ~খণ্ড n. a cloudlet. ~গর্জন n. the roar or rumble of clouds; a clap of thunder. ~জাল n. cu mulated clouds. ~ডম্বর n. cumulation of clouds; the roar or rumble of clouds; a clap of thunder. মেঘডম্বর শাড়ি a sari (শাড়ি) having the colour of the nimbus, a dark blue sari. ~নাদ n. the roar or rumble of clouds; one who roars like rumbling clouds. ~নির্ঘোষ same as ~গর্জন । ~মণ্ডিত a. overcast with clouds. cloudy; cloud-topped, (poet.) cloud capt. ~মন্দ্র n. the rumble of clouds. ~মন্দ্রস্বর n. a voice resembling the rumble of clouds. ~ময় a. full of clouds, cloudy, clouded. ~মল্লার n. megh-mallar, an Indian musical mode. ~মালা n. a string or series of clouds. ~মেদুর a. rendered cool or pleasantly shadowy for being overcast with clouds. ~লা a. overcast with clouds, cloudy. মেঘাগম n. the break or advent of the monsoon; the rainy season. মেঘাচ্ছন্ন a. thickly overcast with clouds, thickly clouded. মেঘাড়ম্বর same as ~ডম্বর । মেঘাত্যয় n. the autumn. মেঘ মেঘে বেলা হওয়া v. (fig.) to become aged; grow old over the years.
Samsad Bangla Abhidhan
মেঘ [ mēgha ] বি. 1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ; 2 সংগীতের রাগবিশেয। [সং. √ মিহ্ + অ]। মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া। মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া। ~গর্জন বি. মেঘের ডাক। ~জাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ। মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি। নাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিৎ। ~নির্দোষ-মেঘগর্জন -এর অনুরূপ। ~বর্ণ মেঘের মতো কালো রং। ☐ বিণ. মেঘের গম্ভীর গর্জন। ☐ বিণ. ওই গর্জনের মতো। ~মল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ। ~মেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ। ~রুচি বিণ. মেঘবর্ণ। ~লা বিণ. মেঘাচ্ছন্ন (মেঘলা দিন, মেঘলা আকাশ)। মেঘাড়ম্বর বি. মেঘডম্বর -এর অনুরূপ। মেঘাত্যয় বি. 1 মেঘের অভাব; 2 শরৎকাল। মেঘাবৃত বিণ. মেঘে ঢাকা। মেঘে মেঘে বেলা হওয়া আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া; রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।

Processing time: 1.22 s