যজ্ঞ definitions

Bangla-Tangla Dictionary
যজ্ঞ – a sacrifice
Samsad Bengali-English Dictionary
যজ্ঞ [ yajña ] n a Vedic sacrifice; a religious sacrifice, an oblation, a sacrifice; a burnt offering; (fig.) a great and pompous affair or ceremony. ~কর্ম n. sacrificial rite. ~কুণ্ড n. a pit in which the sacrificial fire is made. ~ডুমুর n. a variety of large figs. ~ধূম n. the smoke of sacrificial fire. ~পশু n. a sacrificial beast, a victim. ~পাত্র, ~স্থালী n. a sacrificial vessel. ~বেদি n. a sacrificial altar, an altar. ~ভূমি, ~শালা, ~স্থল, ~স্থান n. a place of sacrifice. ~সূত্র same as উপবীত । যজ্ঞাগ্নি, যজ্ঞানল n. the sacrificial fire. যজ্ঞীয় a. sacrificial. যজ্ঞেশ্বর n. the lord of religious sacrifices; Vishnu (বিষ্ণু). যজ্ঞোপবীত same as উপবীত ।
Samsad Bangla Abhidhan
যজ্ঞ [ yajña ] বি. 1 দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগরূপ পূজার অনুষ্ঠান; 2 বৈদিক ক্রিয়াবিশেষ, যাগ, ক্রতু; 3 পূণ্যকর্ম; 4 (আল.) বিরাট ব্যাপার বা অনুষ্ঠান। [সং. √ যজ্ + ন]। ~কর্তা (-র্তৃ) বি. যাজক, যিনি যজ্ঞ করেন। ~কুণ্ডু বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্থলে যে-গর্ত খোঁড়া হয়। ~ডুমুর, (কথ্য) যজ্ঞি -ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ। ~ধূম বি. যজ্ঞের ধোঁয়া। ~পশু বি. 1 যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; 2 ছাগ; 3 অশ্ব। ~পাত্র বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন। ~পুরুষ, যজ্ঞে শ্বর বি. নারায়ণ, বিষ্ণু। ~বেদি বি. যজ্ঞ স্থলে যে উঁচু বেদি তৈরি করা হয়। ~ভূমি, ~শালা, ~স্থল বি. যে স্থানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। ~সূত্র, যজ্ঞোপবীত বি. পইতে। যজ্ঞাংশ-ভুক বি. দেবতা। যজ্ঞাগ্নি, যজ্ঞানল বি. হোমের আগুন। যজ্ঞীয় বিণ. যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞ সংক্রান্ত।

Processing time: 1.19 s