যুগ definitions

Bangla-Tangla Dictionary
যুগ – era
Samsad Bengali-English Dictionary
যুগ [ yuga ] n a period of twelve years; any one of the four mythological aeons or ages (namely সত্য, ত্রেতা, দ্বাপর and কলি); an aeon; an age; an era; an epoch; times (যুগের হাওয়া); (fig.) a great length of time (চুল বাঁধতেই এক যুগ গেল); a yoke; a pair (পদযুগ); a unit of lineal measure equal to four cubits. ~ক্ষয় same as যুগান্ত । ~ধর্ম n. the spirit of the times or age, zeitgeist; the trend of the times or age; (loos.) characteristics of the age or times. ~ধর্মপালন n. adopting or following the trends of the age. ~ন্ধর n. the pole to which a yoke is fixed; (fig.) the person who represents the spirit of an age. ~প্রবর্তক n. the maker of an age or epoch. ~সন্ধি n. transition of an age. ~সন্ধিকাল n. the transition period. ~সন্ধিকালীন a. transitional. যুগান্ত n. the end of an age; a universal dissolution causing the world to be created anew; a great radical revolution bringing in a new era. যুগান্তকারী a. epoch-making. যুগান্তর n. a different age; a new age; an epoch-making revolution. যুগাবতার n. the divine incarnation of the age; an epoch-making divine incarnation; the greatest teacher or preceptor of the age. যুগোপযোগী a. fitting the age or times; suitable to or befitting the age; obedient to the age or times; time-be fitting.
Samsad Bangla Abhidhan
যুগ [ yuga ] বি. 1 বারো বৎসর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কাল পরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ~ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ~ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ~ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ~লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ~সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ~যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। যুগান্তর, যুগাবতার [ yugāntara, yugābatāra ] দ্র যুগ যুগোপযোগী [ yugōpayōgī ] দ্র যুগ

Processing time: 1.22 s