যোজনা definitions

Bangla-Tangla Dictionary
যোজনা – planning
Samsad Bengali-English Dictionary
যোজন [ yōjana ] n joining or linking; unification; mixing or blending; employment (সৈন্যযোজন); application (শব্দযোজন); investment (as of money); fixation, implantation (ধনুকে শরযোজন); a measure of distance usu. about five miles, a yojana. ~গন্ধ n. musk. যোজনা same as যোজন except in the last sense, and-n. planning or a plan (চতুর্থ যোজনা).
Samsad Bangla Abhidhan
যোজন [ yōjana ] বি. 1 একত্র বা যুক্ত করা; 2 জোড়া, সাঁটা; 3 নিয়োগ, নিয়োজন; 4 সংঘটন; 5 চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। ~গন্ধা বি. 1 কস্তুরী; 2 ব্যাসমাতা সত্যবতী বা মৎস্যগন্ধা। যোজনা বি. 1 একত্র করা, যুক্ত করা; 2 নিয়োজন; 3 সংযোগ (শব্দযোজনা); 4 রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।

Processing time: 1.23 s