রণকৌশল definitions

Bangla-Tangla Dictionary
রণকৌশল – war stratagem
Samsad Bengali-English Dictionary
রণ [ raṇa ] n a war, a battle, a fight, a combat; a noise, a sound. ~কামী a. desiring to fight; belligerent; militant. ~কুঠার n. a battle-axe. ~কুশল, ~কৌশল, ~ক্ষেত্র same as যুদ্ধকুশল, যুদ্ধকৌশল and যুদ্ধক্ষেত্র respectively. ~চন্ডী see চন্ডী । ~চাতুর্য n. planning and skilful movement of troops in a battle, efficient manoevring of army etc. ~জয়, ~জয়ী same as যুদ্ধজয় and যুদ্ধজয়ী respectively. ~জিৎ a. ever victorious in battles. ~ঢক্কা same as ~ভেরী । ~তরি same as যুদ্ধজাহাজ । ~ন n. act of making sounds; twanging (as of a bow); tingling (as of a stringed instrument). ~নাদ n. a war cry. ~নিপুণ same as যুদ্ধকুশল । ~নীতি n. the art of planning an operation in war, war strategy or tactics. ~নৃত্য n. a war dance. ~নৈপুণ্য n. skill in war or war fare or fighting. ~পান্ডিত্য same as ~নৈপুণ্য । ~পোত same as ~তরি । ~প্রিয় a. fond of fighting or war; belligerent. ~বাদ্য n. war-music; military band. ~বেশ n. fighting attire; military dress; (fig.) belligerent approach. ~ভূমি n. a battlefield. ~ভেরী n. a war-drum, a kettledrum. ~মত্ত same as যুদ্ধন্মত্ত । ~যাত্রা same as যুদ্ধযাত্রা । ~রঙ্গিণী a. fem. taking delight in fighting ☐ n. fem. a woman fond of war or fighting. ~রণ, ~রণি n. a twang (as of a bow); a tingling sound (as of a stringed instrument). রণরণ করা v. to twang; to tingle. ~সজ্জা, ~সাজ same as যুদ্ধসজ্জা । ~স্থল, রণাঙ্গন n. a battlefield. ~হুঙ্কার n. war cry, battle cry. রণিত a. sounded; re sounded; twanged; tingled, tingling. রণিত করা, রণিত হওয়া v. to sound; to resound; to twang; to tingle. রণে ভঙ্গ দেওয়া v. to retreat or flee from the battlefield; to cease fighting; to acknowledge defeat and retreat. রণোন্মাদনা n. extreme love of war, warmongering; a passion for war.
Samsad Bangla Abhidhan
রণ [ raṇa ] বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্থল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। ~কুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। ~কৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। ~ক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। ~চণ্ডী দ্র চণ্ডী। ~জয়ী, ~.জিৎ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। ~তরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। ~তরি, ~.তরী, ~.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। ~তূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। ~পণ্ডিত বিণ. রণকুশল। ~বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। ~ভেরি বি. যুদ্ধের দামামা। ~মত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন। ~যাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান। ~রঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)। ~সজ্জা, ~.সাজ বি. যুদ্ধের বেশ। ~স্থল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া। রণোন্মত্ত রণমত্ত -র অনুরূপ। রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা।

Processing time: 1.19 s