রীতি definitions

Bangla-Tangla Dictionary
রীতি – custom
Samsad Bengali-English Dictionary
রীতি [ rīti ] n method, mode; custom, usage, practice, convention, rule; nature, habit; style, manner; way, fashion, go (যুগের রীতি). ~ক্রমে same as রীত্যনুসারে । রীতিনীতি n. pl. manners and customs. ~বিরুদ্ধ a. contrary to custom or usage, unconventional, informal; contrary to one's nature or habit; contrary to a particular style or manner or way or fashion, going against the current. ~মতো adv. in keeping with custom or usage or convention or form; (pop.) considerably. thoroughly, soundly (রীতিমতো বড়োলোক). ~সংগত, ~সম্মত a. in keeping with custom or usage; customary.
Samsad Bangla Abhidhan
রীতি [ rīti ] বি. 1 প্রণালী, পদ্ধতি (চিকিৎসার রীতি); 2 প্রথা, ধারা, দস্তুর (সমাজের রীতি); 3 প্রকৃতি, স্বভাব, আচরণ (এ তোমার কেমন রীতি?); 4 রচনাপ্রণালী (গদ্যরীতি); 5 গতিক, ধরন। [সং. √ রী + তি]। ~নীতি বি. 1 আচার-ব্যবহার; 2 প্রথা; 3 মতবাদ। ~বিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে বিরোধ বা অমিল আছে এমন, প্রথাবিরুদ্ধ। ~মতো ক্রি-বিণ. যথারীতি, রীতি অনুসারে (রীতিমতো খেয়েছে)। ☐ বিণ-বিণ. ভালোরকম, অতিশয় (রীতিমতো ক্লান্ত, রীতিমতো অভদ্র, রীতিমতো পাগল)। ~সম্মত বিণ. রীতি অনুযায়ী, রীতি বা প্রথার সঙ্গে সংগতি আছে এমন। ~সিদ্ধ বিণ. প্রথার সঙ্গে সংগতি আছে এমন।

Processing time: 1.27 s